• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেখ হাসিনা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ :মেয়র টিটু

অতিমারী কোডিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্তে¡ও বহু উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এখনো সবদিক দিয়ে অনেক ভালো আছে। উন্নয়নে বিশ্বে রোল মডেল বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে এগিয়ে যাবে দেশ পরিণত হবে উন্নত দেশে । তাই শেখ হাসিনা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বাংলাদেশের আশির্বাদ প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়র টিটু।

কেওয়াটখালী ওপদার মোড়ে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগরীর ২০ ওয়ার্ডের প্রায় ১৩ কোটি টাকার উন্নত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু এসব মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংসযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন প্রমূখ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক সরকারের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শামীমা আক্তার, মহানগর স্বেচ্ছাসেক লীগের সভাপতি আব্দুর আওয়াল মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান, আওয়ারী লীগ নেতা মোঃ সসুরুজ আলী, অ্যাডভোকেট মাহবুবুল হক বাবলু প্রমূখ।

মেয়র টিটু বলেন, ২০ নং ওয়ার্ডে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৪ টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। এসব ড্রেনসমূহের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। ড্রেনসমূহ হলোঃ কেওয়াটখালি পিডিবি মোড় থেকে পোল্ট্রি মোড় এবং ময়নার মোড় হয়ে বিসিক পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন, পোল্ট্রির মোড় হতে ডেইরি ফার্ম পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন, কেওয়াটখালী বাজার হতে কেন্দ্রীয় মসজিদ হয়ে বাকৃবি বাউন্ডারি ওয়াল পর্যন্ত আরসিসি ড্রেন।

উদ্বোধন উপলক্ষে কেওয়াটখালী পিডিবি মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রধান্য দিয়ে উন্নয়নের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি। করোনা, বৈশ্বিক মন্দা এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমরা এ চ্যালেঞ্জকে সামনে নিয়েই এগিয়ে যাবার চেষ্টা করছি।

ড্রেন উদ্বোধন প্রসঙ্গে মেয়র বলেন, আমাদের প্রচেষ্টায় শহরের জলাবদ্ধতার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখনও যেসব ওয়ার্ডে জলাবদ্ধতা রয়েছে সেখানে আমরা ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করছি, যেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়।

মেয়র টিটু জানান, ১৫, ১৯, ২০, ২৫ নং ওয়ার্ডে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উন্নত ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এছাড়া, সড়ক ও শহর আলোকিতকরণের কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।