• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

চুরির অপবাদে শিশুর মাথা ন্যাড়া করে বেঁধে নির্যাতন

নেত্রকোনার মদন উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে রানা মিয়াকে (১১) মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। রানা ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তার মা বেঁচে নেই।

স্থানীয়রা জানান, রুদ্রশ্রী গ্রামের কাজল মীরের ছেলে সুমন মীর (১৮) শনিবার সকালে বসতঘরের বাক্সে সাড়ে ১১ হাজার টাকা রেখে বাইরে যান। ঘরে সে সময় প্রতিবেশী রানা ছাড়াও সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। বিকেলে হাওর থেকে ফিরে এসে টাকা না পেয়ে রানাকে সন্দেহ হয় সুমনের।

পরে সন্ধ্যায় টাকার জন্য রানাকে ঘরে আটকে রাখেন সুমন। রাতভর নির্যাতনের পর রোববার সকালে মাথা ন্যাড়া করে ফের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান উদ্দিন শিশুটিকে মুক্ত করেন।

রানা মিয়া বলে, আমি টাকা চুরি করিনি। মিথ্যা অভিযোগ দিয়ে সুমন ঘরে আটকে রেখে মারধর ও মাথা ন্যাড়া করে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুলতান মেম্বার আসার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি তার বিচার চাই।

তবে সুমন মীরের দাবি, টাকা রাখার ঘটনা রানা ছাড়া কেউই দেখেনি। সে-ই আমার টাকা চুরি করেছে। এ জন্য তাকে শাস্তি দিয়েছি। তবে এখনও সে টাকা ফেরত দেয়নি।

ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিকল খুলে শিশুটিকে মুক্ত করে দিয়েছি। তাকে এভাবে নির্যাতন করা সুমনের উচিত হয়নি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফেরদৌস আলম জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।