• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা কমিটি গঠন

হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক মেহেদী হাসান সুরুজকে সভাপতি ও মিঠুন চন্দ্র সরকার’কে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

“আসুন আমরা সকলে মিলে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলি” স্লোগানে শুক্রবার (২২ জুলাই) বিকেলে শেরপুরের শহরের একটি অভিজাত হোটেলে সংগঠনের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিঠুন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সন্তু সাহা, সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ সভাপতি শাহ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আলোকিত হালুয়াঘাট গড়তে আমরা সচেষ্ট। আমাদের সংগঠন হালুয়াঘাটের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আংশ নিবে। পিছিয়ে থাকা মানুষদের সহায়তা করবে। দরিদ্র শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করবে।

জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদী হাসান সুরুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সন্তু সাহা, সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ সভাপতি শাহ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম, নবগঠিত কমিটির সহ-সভাপতি সানজিদা আক্তার রুমা, হাসান তৌফিক সোহাগ, মাসুদ রানা, ফখরুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মুরসালিন, সহ সাংগঠনিক সম্পাদক রোপেশ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক ঋত্বিক পাল, প্রচার ও প্রচারণা সম্পাদক তনয় সরকার তন্ময়, সদস্য আশরাফুল, সামারুল ইসলাম, শাহীন আলম, সোহাগ মিয়া, মুগ্ধ নন্দী।

সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক মেহেদী হাসান সুরুজকে সভাপতি ও মিঠুন চন্দ্র সরকার’কে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।