• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে বাইক কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাইক কিনে না দেয়ায় মা-বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে হানিফ পালোয়ান নামের এক কিশোর। বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন উকিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া চেয়ারম্যান বাড়ীর সাহের পালোয়ানের একমাত্র পুত্র হানিফ পালোয়ান (১৬) সরিষাবাড়ী আরইউটি স্কুলের ছাত্র ছিল। সাহের পালোয়ান উপজেলা পরিষদ সংলগ্ন উকিল পাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। এসএসসি পরীক্ষার্থী হানিফের পুরনো বাইক থাকা সত্ত্বেও পছন্দের নতুন বাইক কিনে দেয়ার জন্য মা-বাবার নিকট বায়না ধরে। বাইক না পেয়ে বুধবার রাতে বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেয়। রাত প্রায় সাড়ে ১১টায় পরিবারের সদস্যরা হানিফকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ভাতিজা বাবা-মায়ের খুবই আদরের ছিলো। একমাত্র পুত্র হওয়ায় সে যা আবদার করতো তাই পূরণ করার চেষ্টা করতো। নতুন বাই কিনতে টাকার প্রয়োজন তাই টাকা জোগাড় করতে সেটুকু সময় না দিয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে। আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।

আবেগ আব্লত হয়ে নিহতের বাবা ছাহের পালোয়ান বলেন, ছেলেকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ছেলেকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ছেলেটিকে রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়স্বজন নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে সে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বৃহস্পতিবার সকালে লাশ নিহতের পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।