• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বাসে করে বউভাতে যাচ্ছিলেন ৪৫ জন, উল্টে পড়ল পুকুরে

পাবনার চাটমোহর উপজেলার বামনগ্রামে বউভাত অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে যাত্রীদের দাবি, বাসে থাকা ৪৫ জন কমবেশি সবাই আহত হন।

জানা গেছে, ঈদের দিন বিকেলে চাটমোহর পৌর সদরের হরিসভা থেকে স্বরনী সোহানী বাসে ৪৫ জন কনেপক্ষ একই উপজেলার বামনগ্রাম অর্জুন হলদারের ছেলে রাজীবের বউভাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল।

পথিমধ্যে বামনগ্রাম ঢালের আগে রেলগেট এলাকায় পৌঁছালে বাসটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় কনে পক্ষের সব যাত্রী কমবেশি আহত হয়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত ১২ জনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে জিতেন হলদার (৪০), মাখন হলদার (৬২), সিমা হলদার (৩৫), রেপতি হলদার (৬৭), কমল হলদার (৪৫), মিলন হলদার (৪৫), রঞ্জনা হলদার (৪৬), অর্পণা হলদার (৪০), আন্না হলদার (৩৩), জিতেন হলদার (৬০), বর্না রানী (২০), সোমা হলদারকে (২৭) প্রথমে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।

এছাড়া আহত লক্ষ্মণ হলদার (৬৮), নগেন চন্দ্র হলদার (৫৮), ভাদু হলদার (৭০), প্রনতি রানী হলদার (৩৫), শিশু অমৃতা হলদার (১২), শিশু তমা হলদার (৯), শিশু পল্লব হলদার (১২), সুকুমার পাল (৪০) পুলক হলদার ( ৪৩), ছবি রানী (৪০) সহ বাকি ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।