• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার পেয়ে রোকেয়ার মুখে হাসি

হতদরিদ্র পরিবারের বিধবা নারী রোকেয়া বেগম (৫৮)। স্বামী মারা গেছে প্রায় ২০ বছর। এর পর কখনও অন্যের বাড়িতে আবার কখনও শ্রমিকের (মাটি কাটা) কাজ করে খুব কষ্ট করে দুই ছেলে ও এক মেয়েকে বড় করে দিয়েছেন বিয়ে। অভাবের সংসারে ছেলেদেরও টানাপোড়েন লেগেই থাকে। কত বছর আগের ঈদে নতুন শাড়ি, ব্লাউজ ও পেডিকোট পড়েছে সেই কথাও নেই মনে তার।

তাই স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র দেওয়া খাদ্যসামগ্রী ও বস্ত্র পেয়ে তিনি আবেগে আপ্লুত। তবে ভীষণ খুশিও হয়েছেন রোকেয়া। তাই আনন্দের সঙ্গে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে ঈদের নতুন কাপড় ও খাবার দিয়েছেন৷ আল্লাহ আপনাদের ভালো করুক, এই দেয়া করি।

শুধু রোকেয়া নয়। তার মত শতাধিক নারী-পুরুষের হাতে ঈদ উপলক্ষে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র কর্মীরা।

এ উপলক্ষে আজ শনিবার দুপুরে ঝিনাইগাতী যিদনী মডেল স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারুক আল মাসুদ।

প্রবাসি বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পুরুষদের জন্য ছিল লুঙ্গি ও পাঞ্জাবি এবং নারীদের জন্য শাড়ি, ব্লাউজ ও পেডিকোট। খাদ্যসামগ্রীতে সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, কিচমিস, তেল, সাবান, পিঠা ও মুড়ি।

খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘এই সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের সদস্যরা নিজেরা এবং ফেসবকুকের মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

আজকে ঈদুল আযহা উপলক্ষে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণে আর্থিক সহায়তাকারী প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবাল মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা সুবিধাবঞ্চিতদের জন্য আরও কিছু করতে চায়। বিশেষ করে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ ভবিষ্যতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রিতে পড়াশোনা ও খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করতে চায়। আর এ কার্যক্রম বাস্তবায়ন করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা দরকার। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছি আমরা।’

শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। মনিরের কাজগুলো সত্যিই প্রশংসনীয়।’

ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সব স্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।