• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানার ২২তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকার ডায়াগনিস্টিক সেন্টারে এ কর্মসূচিতে ১০জন রক্তদাতা রক্ত দান করেন। সোহেল রক্তসৈনিক ঝিনাইগাতীরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সে এ পর্যন্ত পাঁচ বার রক্ত দান করেছেন।

রক্তদাতারা হলেন- মো. সোহেল রানা, মো. সোহেল, এরশাদ আলী, মো. নাঈম মিয়া, আলআমিন, শাকিল, শাহীন, রাকিব, শ্রাবণ, রফিকুল।
‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, আমি দীর্ঘদিন ধরে রক্ত সংকটে পড়া অসুস্থ মানুষের জন্য নিজের রক্ত দান করে থাকি এবং অন্যদেও মাধ্যমে রক্ত জোগাড় করে দিয়ে থাকি। বাংলাদেশে দিনে দিনে স্বেচ্ছায় রক্তদানকারী বাড়ছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানকেন্দ্রিক অনেক সংগঠন কাজ করছে। তারপরও এখনো মানুষ অসুস্থতার সময় রক্তের সংকটে পড়ে। এ কারণে রক্তদানকে উদ্বুদ্ধ করতে আজকের এ আয়োজন করা হয়েছিল।

তিনি আরও জানান, আমরা একদিন আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে রক্ত দান করার বিষয়টি জানাই। পরে মুমূর্ষু রোগীদের আত্মীয়-স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে (শনিবার) আনুষ্ঠিকভাবে রক্তদান করেন।

‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, রক্তদানকে বেশি বেশি উদ্বুদ্ধ করতে পারলে দেশে স্বেচ্ছায় রক্তদাতা বাড়বে। এতে মানুষ জরুরি প্রয়োজনে রক্তের সংকটে পড়বে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।