• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেয়র টিটুর রোগমুক্তি কামনায় আওয়ামী লীগ ও চেম্বারসহ বিভিন্ন সংগঠনের দোয়ার আয়োজন

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি ও ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ইকরামুল হক টিটু ও তার পরিবারের আরো চারজন সদস্য ৪জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নগরীর টাউনহল অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পুর্ব জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ জেলা ও মহানগর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তির উদ্যোগে শুক্রবার ও শনিবার মেয়র টিটুর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করে।

এছাড়াও শুক্রবার ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এদিকে মেয়র টিটু জানান, তিনদিন পূর্বে আমি এবং পরিবারের আরো চারজন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছি, বিগত কয়েকদিন থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সংগঠন এবং সম্মানিত নাগরিকবৃন্দ নিজ উদ্যোগে আমাদের সুস্থতার জন্য দোয়া এবং আশীর্বাদের আয়োজন করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন মেয়র টিটু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।