• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবার পেল চাল

শেরপুরের ঝিনাইগাতীতে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খয়রাতি (জিআর) চাল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সাড়ে তিন শতাধিক পরিবারকে ১০ কেজি করে খয়রাতি (জিআর) চাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট ডিএম সাদিক আল শাফিন, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ইউপি সচি মোছা. শাহনাজ পারভীন, সদস্য মো. জাহিদুল হক মনির, ফকরুজ্জামান রায়হান, ফারুক, আজিজল প্রমুখ। এছাড়া উপজেলার অপর ছয়টি ইউনিয়নে একযোগে খয়রাতি (জিআর) চাল দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে ২ মেট্রিক টন, ধানশাইলে ৩ মেট্রিক টন, নলকুড়ায় আড়াই মেট্রিক টন, গৌরিপুরে দেড় মেট্রিক টন, ঝিনাইগাতী সদরে সাড়ে ৩ মেট্রিক টন, হাদিবান্দায় সাড়ে ৩ মেট্রিক টন, মালিঝিকান্দায় ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই হাজার পরিবারকে ১০ কেজি করে খয়রাতি (জিআর) এ চাল দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার শুরু থেকে শুকনা খাবারের পাশাপাশি চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে খয়রাতি (জিআর) চাল দেয়া হয়েছে। সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।