• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর সদরের নিজ ঘর থেকে সামসুল হক ও তার স্ত্রী সয়েরা বেগম নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মার্চ বেলা ১১ টার দিকে সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত বৃদ্ধ সামসুল হকের বয়স ৭৮ ও তার স্ত্রী সয়েরা বেগমের বয়স ৭৫। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের দাবী, রাতে তারা স্বামী-স্ত্রী নিজ ঘরে শুয়ে পড়ে। পরে সকালে তাদের মরদেহ পাওয়া যায় নিজ ঘরেই। গত রাতের যে কোন সময় বৃদ্ধ সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজনের দাবী।

নিহত সামসুল হকের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মানসিক সমস্যা ছিলো। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিলো। আমার মাকে মারধর করতো।

বাবাকে ডাক্তারের কাছে নিবার চাইলে পলাইতো। তারজন্যে ডাক্তারের কাছেও নিতে পারি নাই। কালকে বাবা বলছে রাতে আমি চিল্লায় চলে যাবো। আশেপাশের মানুষকে বলে গেছে আমি মরলে আমার বাবার পাশে আমারে কবর দিবার বলিস। আমরা জানতাম না বাবা এইকাজ করবো। সকালে আমার পোলা প্রথম ডাকাডাকি করে দেখে দরজা বন্ধ। পিছনের দরজা দিয়া আমার পোলা ভিতরে গিয়ে দেখে তারা পরে আছে।
নিহত সয়রা বেগমের ভাই আব্দুর রশিদ বলেন, আমার বোনকে আমার দুলাভাই হত্যা করে, সে নিজে বিষ খাইয়া মইরা গেছে।

তবে স্থানীয় অনেকের মতে এ ঘটনাটি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা নিহতের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।