• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

শেরপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ তুলসীমালায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব ভারপ্রাপ্ত তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা লুৎফুল কবীর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আসম নুরুল ইসলাম হিরো, মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুশীল প্রতিনিধি প্রমুখ।

সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।