• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

৮ মে শেরপুর শহর ও ৯ মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সাংগঠনিক সভা ক্ষমতাসীন আওয়ামী লীগের শেরপুর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৮ মে ও ঝিনাইগাতী উপজেলা শাখার সম্মেলন আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল শনিবার রাতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সাংগঠনিক সভা শেষে ওই সিদ্ধান্ত জানানো হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

জানা যায়, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সিনিয়র সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইগাতী উপজেলা ও সমমর্যাদার শেরপুর শহর শাখা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি দলীয় প্রধান দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেক ইতোপূর্বে শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের অন্যান্য উপজেলায় সম্মেলন শেষ হওয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বাদ বাকি উপজেলাগুলোর সম্মেলন সম্পন্ন করে যত শীঘ্র সম্ভব জেলা আওয়ামী লীগের সম্মেলন করার বিষয়ে নির্দেশনা প্রদানে গুরুত্বারোপ করা হয়।

এদিকে সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় শেরপুর শহর ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নড়েচড়ে উঠছেন। শুরু হচ্ছে তাদের সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি নেতৃত্ব টিকিয়ে রাখার লড়াইয়েও প্রস্তুতি। এজন্য তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রমতে, সম্মেলন দুটিতে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুটি সম্মেলনই উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর শহর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ এবার দীর্ঘ প্রায় ৭ বছর ২ মাস পর হচ্ছে কাক্সিক্ষত সম্মেলন। শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত জানান, এবারের সম্মেলন শহীদ দারোগ আলী পৌর পার্কের পরিবর্তে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে করার প্রাথমিক চিন্তা চলছে। সেইসাথে সম্মেলন সফল করতে প্রস্তুতির আওতায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৪ ডিসেম্বর। সে হিসেবে এবার দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর পর হচ্ছে এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, এবার স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সম্মেলন। এজন্য পুরোদমে প্রস্তুতি শুরু হয়েছে।

এ ব্যাপারে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি বলেন, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের তরফ থেকে আগামী মে মাসের মধ্যে সকল উপজেলা/সমমর্যাদার শাখাগুলোর সম্মেলন শেষ করে জুনের মধ্যে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে তাগিদ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৮ ও ৯ মে শেরপুর শহর ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। ইতোমধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। কাজেই ওই দুটি সম্মেলন শেষ করার পরপরই অবশিষ্ট নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী উপজেলা শাখারও সম্মেলন শেষ করে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।