• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

৫০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস

৪৯ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়লো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা বাংলাদেশি এই জাহাজটি ৪ অক্টোবর শনিবার বন্দরের হারবাড়িয়ায় নোঙ্গর করেছে। রামপালের কয়লা নিয়ে এর আগেও কয়েকবার জাহাজটি মোংলা বন্দরে এসেছে।

জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারি ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৪ নভেম্বর শনিবার ভোররাতে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে বাংলাদেশি পতাকাবাহী ওই জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে লাইটারে কয়লা খালাস কাজ। এরপর লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে। তিনি আরো জানান, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে জাহাজটি ২১ অক্টোবর বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।

এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে গত ১ নভেম্বর মোংলা বন্দরে আসে ‘এমভি জগ রাজিব’ নামের একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ। উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।