• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভা

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মরনসভা করেছে শেরপুর শহর আ’লীগ। রবিবার বিকেলে রঘুনাথ বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় হুইপ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর শহর আ’লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল।
শহর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয়, ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. মজদুল হক মিনু, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, মিনহাজ উদ্দিন মিনাল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামীম আহমেদ, শহর আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আ’লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় হুইপ আতিক বলেন, এটি একটি বর্বরোচিত হামলা। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ গ্রেনেড হামলা চালানো হয়, যা একুশে আগস্ট গ্রেনেড হামলা নামে পরিচিত। এই ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়। আহত হয় প্রায় ৪ শতাধিক নেতাকর্মী। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার মুল পরিকল্পনা ছিল মেজর জিয়ার আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ছিল খালেদা জিয়ার ও তারেক রহমানের। যত নষ্টের নায়ক হচ্ছে বিএনপি। তারা খুনিদের হাতে পতাকা তুলে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।