• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

১০ দফা দাবি বাস্তবায়নে শেরপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে শেরপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।

ওইসময় তিনি বলেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি আন্দোলন করছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আয়বৈষম্য দূর করার জন্য। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারের পদত্যাগ চায়। আমাদের পিছু ফিরে তাকাবার আর সময় নেই। যতই বাধা আসুক, আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে।

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মামুনুর রশীদ পলাশ, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।