• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

হাবিবুর রহমান শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র

সরকার পরিবর্তনের পর থেকেই শেরপুর পৌরসভার মেয়র মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। ১২ আগস্ট সোমবার দুপুরে পৌর ভবনে পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর কাউন্সিলরদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাশেষে প্যানেল মেয়র-৩ নাজমা বেগম জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন অর্ন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের পর উদ্ভুত পরিস্থিতির পর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম, ২নং প্যানেল মেয়র কামাল হোসেন অনুপস্থিত থাকার কারনে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মানুষ পৌরসভায় এসে সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তাই জনস্বার্থে পৌরবাসীর সেবা ও অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করার লক্ষে উপস্থিত কাউন্সিলদের নিয়ে এক জরুরি সভার আহ্বান করা হয়।

আলোচনা সভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানকে ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনকে ২নং প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে পৌরসভার কার্যক্রমকে সচল রাখতে ১নং প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।