• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ভারতে বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেলে নগরীতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। এর আগে বিভিন্ন এলাকার মসজিদ ও মাদরাসা থেকে হাজারো মুসল্লি মিছিলসহ নগরীর বড় মসজিদের সামনে এসে সমাবেশে যোগদান করলে বড় বাজার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

এ সময় ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘নুপুর শর্মার ফাঁসি চাই’ প্রভৃতি- তৌহিদী জনতার গগণ বিদারী স্লোগানে গোটা নগরী প্রকম্পিত হয়ে উঠে।

সমাবেশে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সহ-সভাপতি মুফতি আহমদ আলী, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল হক ও মাওলানা মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, জেলা সভাপতি মাওলানা মুফতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক ও মাওলানা জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে হাজারো ধর্মপ্রাণ জনতার মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আঞ্জুমান ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
এদিকে, বিশাল এ মিছিলটি বড় মসজিদ থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত দীর্ঘ হওয়ায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।