• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে, শেরপুরে বিভাগীয় কমিশনার

শেরপুরে ময়মনসিংহ বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন, ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। আগামীর উন্নত-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন দেশ গড়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল সকলকে একযোগে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, শেরপুরকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আমরা শেরপুরকে সম্মার্ট শেরপুর হিসেবে দেখতে চাই।

ময়মনসিংহ বিভাগের নবাগত প্রথম নারী বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রথমবারের মতো শেরপুরে সফরে এসে কর্মকর্তা ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ১৯ জুলাই সফরে এসে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলার সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এসময় জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘জনসেবায় জনহাসি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারের তত্বাবধানে বইটির সম্পাদনা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক। একই সাথে জেলার জিআই পন্য হিসেবে তুলশী মালা চালের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। এসময় বিভাগীয় কমিশনারের হাতে তুলশীমালা চালের প্যাকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: অনুপম ভট্রাচার্জ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্পদাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবঘোষিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।

পরে শেরপুরের তুলশীমালা ধান জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া উপলক্ষে এক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।