• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করতে হবে ॥ হুইপ আতিক

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শুক্রবার বিকেলে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিকের নেতৃত্বে ওই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে ৫ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী অংশ নেন।

র‌্যালি শেষে শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, আওয়ামী লীগ এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ অনেক প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সফলতা এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এদেশকে স্বাধীন করেছে। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশকে এখন তিনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে কাজ করছেন। কাজেই দেশী-বিদেশী যত চক্রান্ত-ষড়যন্ত্রই হোক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং আগামী দিনে তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।

এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

ওইসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ডা. এম এ বারেক তোতা, ডা. এটিএম মামুন জোশ, আলহাজ্ব দুলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, চন্দন সাহা, আরিফ রেজা, কোহিনুর বেগম বিদ্যুৎ, বিনয় কুমার সাহা ও বেলাল হোসেন, সাবেক নির্বাহী সদস্য আবুল হাশেম ও শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিন্দু ও রেজাউল করিম রেজাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। ওইসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।