• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাসে খেলার ছলে শিক্ষায় ছেলেমেয়েদের আগ্রহ বাড়বে- কে এম আলী আজম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন আন্ডার প্রেসার শিক্ষা নয়,স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাসে খেলার ছলে শিক্ষায় ছেলেমেয়েরা আগ্রহ বাড়াবে।

ময়মনসিংহ নগরীর কাশর পুলিশ লাইন সংলগ্ন এলাকায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছয় তলা ভীত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

তিনি শিক্ষকের সফলতাকে জাতির জন্য বড় চাওয়া বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের পাশাপাশি গুণগত শিক্ষা অর্জনে যত্নশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন।

ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত একাডেমিক ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা। শুক্রবার ১৮ মার্চ (২০২২) সকালে ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এর সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন এবং জেলার শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী প্রমূখ।

ময়মনসিংহ সদর উপজেলার ইউএনও এবং পদাধিকারবলে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

২০১৮ সালে ২২৩ শতাংশ ভূমির উপর স্থাপিত প্রতিষ্ঠানের কলেজ শাখা এখনো চালু না হলেও বর্তমানে স্কুল শাখায় ১৬ জন সুদক্ষ শিক্ষক এবং ২৭৮ জন শিক্ষার্থী নিয়ে করোনা কালীন সময়েও ঈষৎনীয় ফলাফল অর্জন করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পারভেজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এর আগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে পৌছিলে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়। স্কুলের একদল কোমলমতি শিক্ষার্থী তাঁকে গার্ড অব অনার দিয়ে ফলক উন্মোচন মঞ্চে নিয়ে যায়। ফলক উন্মোচনের পর নবনির্মিত ভবনের এবং বিদ্যালয় টির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন স্কুল শাখার প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক।

এরপর প্রধান অতিথি কলেজ প্রাঙ্গনে একটি ফলের চারা রোপণ করেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহে ডি.এম কোর্ট অটোমেশন উদ্বোধন ও বিসিএস ক্যাডারদের সাথে মত বিনিময় সভা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।