• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্ত্রীকে হত্যার পর ৬ বছর মৃত সাজার নাটক, অতপর আটক

জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মৃত সাজার নাটক করেছেন মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫) নামের এক ঘাতক। অবশেষে তাকে পুলিশের হাতে আটক হতে হলো।

আজ বুধবার (১১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চল থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ওসমান আলী ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

আজ রাতে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ২০১২ সালের ১৯ আগস্ট (রবিবার) রাত ৮.৩০টায় ওসমান আলী তার স্ত্রী লাকী বেগমের (২০) কাছে একহাজার টাকা চান। লাকী তার স্বামীকে টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী লাকীকে বসতঘরের বাইরে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত লাকীর বাবা মো. আ. রহিম বক্স (৫৭) থানায় হত্যা মামলা (নম্বর ১৮, তাং ২১/০৮/২০১২ খ্রি.) দায়ের করেন।

এদিকে মামলাটি চলমান থাকা অবস্থায় ওসমানের পরিবার থেকে আদালতে জানানো হয় যে, ২০১৭ সালের ১০ এপ্রিল আসামী কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সাজা থেকে রেহাই পেতে দীর্ঘ ৬ বছর ওসমান পলাতক থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয় এবং অবশেষে তাকে জীবিত আটক করা হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, পুলিশ আসামীর মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান সনাক্ত করে। রবিবার বিকেলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশ গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর দূর্গম চরাঞ্চল থেকে ঘাতক ওসমানকে আটক করে।

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।