• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্কুলে ছাত্রীর মৃত্যু নিয়ে যা বললেন হলিক্রস শিক্ষিকা

কড়া রোদে অ্যাসেম্বলিতে থাকাকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুলের এক ছাত্রী। মৃত্যুর ঘটনাটি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ এনেছেন অভিভাবকরা। অভিভাবকদের দাবি দীর্ঘ সময় অ্যাসেম্বলিতে দাঁড় করানো হয়। চৈত্রের রোদে অ্যাসেম্বলিতে কম সময় রাখার দাবি জানিয়ে আসছিলেন অভিভাবকরা।

গতকাল রোববার সকালের এ ঘটনার পরপরই হাসপাতালে নিলে ডাক্তার নবম শ্রেণির এই ছাত্রীটিকে মৃত ঘোষণা করেন। সরকারের কোনো নিয়ম-নীতি না মেনে চার্চ পরিচালিত স্কুলের জন্য আলাদা নিয়মে পরিচালিত হয় স্কুলটি। মারা যাওয়া শিক্ষার্থীর নাম শ্যারন সুসান্না মল্লিক। তিনি প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

যদিও প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক রোজলিন সারা জানান, শিক্ষার্থী অসুস্থ থাকার বিষয়টি তারা আগে থেকেই জানতেন। তার চিকিৎসাও চলছিল। সে অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরও সে স্কুলে আসতে চাইত এবং বাবা-মাও তাকে নিয়ে স্কুলে আসতেন। রোববার অ্যাসেম্বলিতে অজ্ঞান হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সে মারা যায়।

তিনি আরও বলেন, অনেক অভিভাবক বলবে স্কুলে প্রেসার দেয়া হয়। কিন্তু সব স্কুলেই এ ধরণের প্রেসার আছে। অভিভাবকরা জেনেশুনেই এ স্কুলে দিয়েছেন। ভিকারুননিসাসহ অন্যান্য স্কুলেও বাচ্চাদের প্রেসার দেয়া হয়।

এদিকে ছাত্রীটির বাবা কাজল মল্লিক জানিয়েছেন তার মেয়ে একটি বিরল রোগে ভুগছিলেন। এ বিষয়টি তিনি লিখিতভাবে জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষকে। আমার মেয়ে ‘সিসমেটিক সিরোসিস’ আক্রান্ত ছিলেন। তবে, যেসব অভিভাবক অবহেলা ও কড়া রোদে দাঁড় করানোর অভিযোগ করেছেন তার সঙ্গে মৃত ছাত্রটির পিতা একমত নন।

নিহত ছাত্রীর সহপাঠীরা জানান, অ্যাসেম্বিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শ্যারন। পরে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর আমরা জানতে পারি শ্যারন আর নেই।

ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, স্কুলের মধ্যে অভিভাবকদের ঢুকতে দেয়া হয়না। ও আগে থেকেই অসুস্থ ছিলো। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিলো। স্কুল কর্তৃপক্ষের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই বলেও জানান তারা।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) অপূর্ব হাসান জানান, ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল। বিষয়টি তার পরিবারও জানত। অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর তাদের সামনেই শ্যারন সুসান্না মল্লিক অসুস্থ হয়ে পড়ে যায়। পরে সবাই মিলে তাকে পাশ্ববর্তী সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। মারা যাওয়ার পর মরদেহটি বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটলেও আমরা জেনেছি বেলা ১২টার পর। শিক্ষার্থীর পরিবার মৃত্যুর বিষয়টি নিয়ে কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্ত করতেও তারা আগ্রহী না।’

তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি প্রতিষ্ঠানে নেই জরুরি কাজে বাইরে আছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।