• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্কুলের শিক্ষার্থীদের মারপিট- আহত ৩

সৈয়দপুরে আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় একই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে খেলা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

জানা যায়, গতকাল বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিভিন্ন ইভেন্টের খেলা চলছিল। দুপুর ১২ টার দিকে কাবাডি ইভেন্টের শেষ খেলায় অংশগ্রহণ করে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ দল এবং পৌর এলাকার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় দল।

খেলার শুরুতেই লক্ষণপুর স্কুল দলের খেলোয়াড় দম দিতে গেলে বঙ্গবন্ধু স্কুল দলের খেলোয়াড়রা তাকে আটকে দেয়। এসময় রেফারী বাঁশি বাজানোর পরও তাকে ধরে রেখে হেনস্থা করে বঙ্গবন্ধু স্কুল দলের খেলোয়াড়রা। পরে বঙ্গবন্ধু স্কুল দলের খেলোয়াড় দম দিতে গেলে একই আচরণ করে লক্ষণপুর স্কুল দল। এতে প্রতিপক্ষ দলের সকল ছাত্ররাও ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। ফলে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে লক্ষণপুর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী খেলোয়াড় দশম শ্রেণীর আখিরুজ্জামান (১৬) ও এহসানুল হক (১৭) এবং নবম শ্রেণীর নাঈম (১৫) আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের মধ্যে বুকের তীব্র ব্যাথা নিয়ে এহসানুল স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে নাঈম ও আখিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

শিক্ষার্থী এহসানুল বলেন, বঙ্গবন্ধু স্কুলের ছাত্ররা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। এঘটনায় স্যারদেরও বাধা না মেনে তারা আমাকে বেদম মারপিট করে। প্রচন্ড আঘাত পেয়ে বুকের ব্যাথায় কাহিল হয়ে পড়েছি। এবিষয়ে লক্ষণপুর স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মশিউর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীরাই। তাদের অতর্কিত আক্রমণে আমাদের প্রতিষ্ঠানের ৩ শিক্ষার্থী আহত হয়েছে। একজন হাসপাতালে এখনও চিকিৎসাধীন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনকে জানানো হয়েছে।

জানতে চাইলে বঙ্গবন্ধু স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র মুঠোফোনে বলেন, আমার প্রতিষ্ঠানের ছেলেরা আগে হামলা করেনি। কাবাডি খেলায় তারা আমার এক শিক্ষার্থী খেলোয়াড়কে দম দেয়া অবস্থায় আটকে গলা টিপে মাটিতে চেপে ধরেছিল। একারণে অন্যরা এগিয়ে গেলে প্রতিপক্ষরা তেড়ে আসে। এতে উভয়পক্ষে ধাক্কাধাক্কি হয়েছে। একতরফা মারপিটের অভিযোগ সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।