• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সৈয়দপুরে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি থেকে জিপিএ- ৫পেয়েছে ৭৯৯জন

গতকাল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এবারের (২০২২ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি থেকে ৭৯৯ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে।

উপজেলায় মোট ২৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে ২৩টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ – ৫ পেয়ে সৈয়দপুর উপজেলার শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ২৩১ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। তিন বিভাগ থেকে ১৬৯ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজ। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের মাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের ১০৩ জন জিপিএ-৫ পেয়েছে। ৮২জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে আল-ফারুক একাডেমি। পঞ্চম অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।

এছাড়াও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ১৮ জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ১৩ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ১২ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ১১ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১১ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের ৯ জন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ৮ জন , সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৭ জন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ৩ জন, কয়া- গোলাহাট স্কুল ও কলেজের ২ জন এবং শেরে বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ বালিকা বিদ্যালয় ও চওড়া উচ্চ বিদ্যালয়ের একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর উপজেলার উল্লিখিত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন হাজার ১৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছেন দুই হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী। এতে করে এবারে উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৮৭.৪৩%।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।