• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সৈয়দপুরে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেলের আরোহী স্কুল ছাত্র তরিকুল ইসলাম (১৩) নিহত হয়েছে। গতকাল বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ইউনিয়নের রথেরপুকুর এলাকার মো. জোবেদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম। সে পাশের রংপুরের তারাগঞ্জের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ঘটনার দিন গতকাল বুধবার সে তারাগঞ্জে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে খাতামধুপুর ইউনিয়নের রথেরপুকুরের বাড়ি ফিরছিল।

এ সময় সে খাতামধুপুর ইউনিয়নের হামুররহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তরিকুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র তরিকুল সড়কে ওপর পড়ে যায়।

এ সময় দ্রুতগামী মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্র তরিকুল ইসলামের মৃত্যু ঘটে। এলাকার লোকজন ঘাতক মাইক্রোবাসটি আটক করেন। তবে এর চালক পালিয়ে যান।

এলাকার একটি বিশ্বস্ত সূত্র জানায়, মাইক্রোবাসটি প্রকৃত চালকের পরিবর্তনে একজন হেলপার চালাচ্ছিলেন।
এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় একটি মৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।