• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সুনামগঞ্জে বন্যাদূর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড

মনির হোসেন:
সুনামগঞ্জে বন্যাদূর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনে সাহায্য সহযোগিতার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড দুইদিনব্যাপী ( ২৯ ও ৩০ জুন) সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় অসুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হবে। বাংলাদেশ কোস্ট গার্ড এর রেসকিউ বোট এর মাধ্যমে সুনামগঞ্জের দূর্গম ও প্রত্যন্ত গ্রাম গুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন সার্জন কমান্ডার মোহাম্মদ সরফরাজ হায়দার, এমপিএইচ, এএমসি এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইমরান জুয়েল, এএমসি।

তিনি আরও বলেন, এছাড়াও বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ ও ত্রাণ বিতরনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।