• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সার ব্যবহারে অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকের সাথে মতবিনিময়

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় বগুড়ার আয়োজনে শুক্রবার বিকেলে কালাই উপজেলা পরিষদ হলরুমে সার ব্যবহারের অপচয় রোধে করনীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই জয়পুরহাট এর সহযোগিতায় সভায় প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিউট আঞ্চলিক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ঢাকার ফিল্ড সার্ভিসেস উইং পরিচালক মনফিক আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাটি পরীক্ষার মাধ্যমে অজানা মান নির্ণয় করে সুষম মাত্রায় সার ব্যবহারের লক্ষ্যে কৃষকদের আহ্বান জানান। আর সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিতে কৃষকের যেকোন প্রয়োজনে তারা সর্বদা পাশে আছেন এবং থাকবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ ইনিস্টিউট ঢাকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, মৃত্তিকা সম্পদ ইনিস্টিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, কালাইয়ের কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান ও জয়পুরহাটের আহমেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর।

এর আগে একই দিন সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সংশ্লিষ্টরা কৃষকদের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এবং সমসাময়িক সকল বিষয়ে কৃষকদের সচেতন করেন। শুধু তাই নয় মাঠ পর্যায়ে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার এর যে দীর্ঘমেয়াদি ক্ষতি তাও কৃষকদের বোঝানো হয় এবং তৃণমূলে সার ব্যবহারের অপচয় রোধে কৃষকদের দায়িত্বশীর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।