• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে মোংলায় মানববন্ধন

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মোংলায় কর্মরত সাংবাদিকরা।

২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মোংলা পৌর মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে একাত্তর টেলিভিশন ও বাংলা নিউজের সাংবাদিক নাদিমের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মোংলার সাংবাদিক সমাজ।

দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের প্রতিনিধি মো.মাহমুদ হাসান, বাংলা টিভির প্রতিনিধি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, এনটিভির প্রতিনিধি আবু হোসাইন সুমন, বাংলা ভিশনের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, এরশাদুজ্জামান সেলিম, ওয়াসিম আরমান, শেখ রাসেল, আলী আজম প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান, আরটিভির প্রতিনিধি সোহাগ মোল্লা, এখন টিভির প্রতিনিধি মাসুম বিল্লাহ, ডিবিসি টেলিভিশনের শুভ্র ঢালী, একাত্তর টিভির এনামুল হকসহ মোংলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

বক্তারা আরো বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চলতে দেয়া যাবেনা, আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও মনে করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।