• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন |
  • English Version

‘সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ না করে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের তৈরি করা সংবাদের ওপর নির্ভর করে তাদের মুন্সিয়ানা। সংবাদ প্রকাশে সাংবাদিকদের তাদের প্রতিষ্ঠান থেকে চাপ প্রয়োগ না করে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

আজ রোববার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বছরব্যাপী করা সংবাদের ওপর ভিত্তি করে প্রদান করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ বছর ১৯টি বিষয়ে বিচার-বিশ্লেষণের পর ২০ জন সাংবাদিক এ পুরষ্কার পেয়েছেন। যার মাঝে ৩টি পুরষ্কার দেয়া হয়েছে বিজিএমইএ-এর পক্ষ থেকে। যার সম্মানী ১ লাখ টাকা। অন্যসব পুরষ্কারের সম্মানী ৫০ হাজার টাকা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।