• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীর ইস্কন সদস্যর মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে সরিষাবাড়ীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধিঃ
ভারতের বিজেপি পার্টির মুখপাত্র নূপুর শর্মা, দিল্লীর মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের ও সরিষাবাড়ী ইস্কন সদস্য উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামের কৃষ্ণচন্দ্র সূত্রধরের মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (১২ জুন) উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম ওলামাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্যোগে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিরাট মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।

মাওলানা খোরশেদ আলমএর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান, মাওলানা নাজমুল হুদা ফয়েজী, মাওলানা আইয়ুব আলী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের বিজেপি পার্টির মুখপাত্র নূপুর শর্মা, দিল্লীর মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির পর তাদের সাথে সুর মিলিয়ে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামের কৃষ্ণচন্দ্র সূত্রধরও মহানবী (সাঃ) কে অবমাননা করেন বলে অভিযোগ উঠেছে। তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।