• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে ৪১টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালনের প্রস্তুতি সম্পন্ন

জামালপুরের সরিষাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর সারাদেশের ন্যায় উপজেলা ও পৌরসভায় ৪১টি পূজামন্ডপে দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। উপজেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ব্যাপক আনন্দ উৎসবের আমেজ। যা ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে।

স্থানীয় সূত্রে জানাগেছে, হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ হিসেবে এবার উপজেলার কামরাবাদ ১টি, ভাটারা ২টি, মহাদান ৩টি, পোগলদিঘা ৪টি, আওনা ২টি, পিংনা ৪টি. ডোয়াইল ইউনিয়নে ৯ টিসহ মোট ২৫টি স্থানে এবং পৌরসভার শিমলা বাজার, আরামনগর বাজার, বাউসী এলাকায় ১৬টি পূজামন্ডবে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

শিমলা বাজার এলাকার জগন্নাথ দেব মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বাবু কালাচান পাল বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরিষাবাড়ী পূজা উদযাপন পরিষদএর সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা জগ বলেন, উপজেলা ও পৌরসভায় ৪১টি পূজামন্ডপে দূর্গোৎসব পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দূর্গাপূজা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, প্রতিটি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার নিয়োগের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে পূজামন্ডপে বিশেষ নজর রাখা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।