• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে সাঁতার শিখতে গিয়ে নৌ বাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে সাঁতার শিখতে গিয়ে নৌ বাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া হাছান মিয়া (১৮) নামের যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের শফিকুল ইসলাম এর পুত্র হাছান মিয়া’র নৌ বাহিনীতে চাকুরী হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর প্রশিক্ষণে যাওয়ার আগে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া নানা বাড়ীতে এসে সাঁতার শিখতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার দুপুরে ফুলদহের পাড়া রেললাইনের পার্শ্বে বিরাটকার একটি খাদের পানিতে নানা আবু হানিফার সাথে সাঁতার শিখতে যান নেী বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত হাছান মিয়া। এ সময় হাছানের মা হাওয়া বেগম দাড়িয়ে ছিলেন। তাদের সামনেই পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে হাছানের।

নিহত হাছান মিয়ার নানা আবু হানিফা জানান, হাছান কয়েক দিন আগে নৌ বাহিনীতে সৈনিক পদে নিয়োগ পায়। নিয়োগের পর থেকেই কয়েক দিন ধরে সাঁতার শিখতে ছিল আমার সাথে। সোমবার দুপুরে প্রতিদিনের মতো সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি পর হাছানকে মৃতঅবস্থায় উদ্ধার করা হয়।

হাছানের পিতা শফিকুল ইসলাম জানান, আমার ছেলের নৌ বাহিনীতে চাকরি হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর প্রশিক্ষণে যাওয়ার আগে গত কয়েক দিন যাবত পুকুরে সাঁতার শিখছিল।

জানতে চাইলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন জানান, সাঁতার শিখতে গিয়ে রেলওয়ের খাদে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনা বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।