• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে যমুনা ট্রেনে অগ্নিকান্ড ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানাগেছে। রোববার (১৯ নভেম্বর) সরিষাবাড়ী রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন।

স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন এলাকায় আগুন দেয় দূর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে প্রায় দুই কোটি টাকার রেলওয়ের সম্পদ নষ্ট হয়ে গেছে। ট্রেনে আগুনের ঘটনায় তারাকান্দি-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলজার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনা তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশনগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৪৫) রাত ১.১০ মিনিটে সরিষাবাড়ী ষ্টেশন অতিক্রম কালে যাত্রীরা ক,খ,গ বগিতে ধোঁয়া দেখতে পান। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বগি তিনটি পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।