• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন আলাদা আলাদা ভাবে মরহুমার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ গনি, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছরোয়ার জাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি/সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বদরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ। আলোচনা সভা শেষে দুস্থ্য নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এমপি সমর্থিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমানের পক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সরিষাবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।