• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৮

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৮ জন আহত হয়েছে বলে জানাগেছে। সোমবার (৪ মার্চ) পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে আরআইজি ভ্যাকসিনের সঙ্কট দেখা দিয়েছে বলে রোগীদের স্বজনরা জানিয়েছেন।

আহতদের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলা ও পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ বেশ কয়েক জন আহত হয়েছে। এলাকাবাসীর মধে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলাতঙ্কের ভয়ে মানুষজন দিসেহারা। গত চব্বিশ ঘন্টায় কুকুরের কামড়ে আহত হয়েছেন, পৌরসভার ৫নং ওয়ার্ডের তারিয়াপাড়া এলাকার রিতা আক্তার(৩৬), কালু মিয়া (৪৫), ৪নং ওয়ার্ডের শিমলা বাজার এলাকার পল্লবী (৫৫), তামিম (৩), ৬নং ওয়ার্ডের চকহাট বাড়ী এলাকার মাসুমা বেগম (৫৫), ধানাটা গ্রামের রবিউল ইসলাম (৩৮), রিয়াদ ইসলাম (১৬), মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের সাদিয়া (১১), ইসমাইল হোসেন (৫৫), ভাটারা ইউনিয়নের ফুলদহ এলাকায় জমিলা বেগম (৬০), তুষার ব্যাপারী (৪১), মিহির আলী (৩২), রেজালা খাতুন (৫২)সহ ১৮ জন। গুরুতর আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রায় সবাইকে আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে কাভার করতে পেরেছি। আর বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছে বলে তিনি জানান।

এ ছাড়াও তিনি আরও বলেন, আমার মনে হয় পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে পাগলা কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।