• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে নিখোঁজের ৪৮ ঘন্টা পর বাবা-মেয়ের লাশ উদ্ধারঃ আটক ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরে সরিষাবাড়ীতে নিখোঁজের ৪৮ ঘন্টা পর বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়সিং এলাকার ঝিনাই নদী থেকে জোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নারীসহ ৪ জনকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। নদী থেকে উদ্ধারকৃত সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৪০) চর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের ছেলে এবং নিহত সৌদি প্রবাসী আব্দুল আজিজ এর একমাত্র কন্যা জান্নাত (৫) কে ঝিনাই নদী থেকে মৃত অবস্থায় ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের পুত্র সৌদি প্রবাসী আব্দুল আজিজ এর বড় ভাই আজাহার আলীর সাথে পারিবারিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে আজিজ ও আজাহারের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলারঘটনা ঘটে। সৌদি প্রবাসী আব্দুল আজিজ এর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে আজহার আলী কে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে ৮/১০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় গত বুধবার সকালে অভিযোগ দায়ের করেন। ২৯ মার্চ রাতে প্রতিপক্ষ বাড়িতে হামলা করলে পরিবারের সকলেই আত্মরক্ষার জন্য বাড়ি থেকে পালিয়ে যান।

কিন্তু তার স্বামী আব্দুল আজিজ এবং তার কন্যা জান্নাতকে খুজে পাননি বলে তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সরিষাবাড়ীর কৃষ্টপুর ব্রিজের দক্ষিণ পাশে ঝিনাই নদীতে বাবা ও মেয়ের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।

সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল আজিজ এর স্ত্রী রোকেয়া বেগম বলেন, দুই মাসের ছুটি নিয়ে তার স্বামী আব্দুল আজিজ সৌদি আরব থেকে দেশে আসেন। শুক্রবার (১লা এপ্রিল) আব্দুল আজিজ পুনরায় সৌদিতে যাবার কথা ছিলো।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রকিবুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।