• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে দুই লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জগন্নাথগজ্ঞ ঘাট এ্যাড. মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশনের দক্ষিন পার্শ্বে ট্রেনে কাটাপড়া লাশ সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাড়ী ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিম পাড়া গ্রামে ধান ক্ষেত থেকে অপর লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিম পাড়া গ্রামের ধান ক্ষেতে পড়ে থাকা দুলাল মিয়া (৩০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

নিহত দুলাল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিম পাড়া গ্রামের আলা উদ্দিন ওরফে কালু মিয়ার ছেলে বলে জানা গেছে। অপরটি বৃহস্পতিবার রাতে উপজেলার জগন্নাথগজ্ঞ ঘাট এ্যাড. মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশনের দক্ষিন পার্শ্বে পড়ে থাকা রিতা আক্তার (২৫) নামে এক সন্তানের জননীর ট্রেনে কাটা দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাড়ী। রিতা আক্তার সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের সাব্বির আলম এর স্ত্রী বলে জানা গেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্জ আহাদ মিয়া এবং সরিষাবাড়ী থানার এস আই আব্দুল কমরম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার জামালপুর জেনারেল হাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশের ময়না তদন্ত রিপোট প্রাপ্তি স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তারা জানান ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।