• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে দুই ম্যাম্বার প্রার্থী সমর্থকদের মাধ্যে সংঘর্ষ নিহত ১ আহত ১২ঃ নিখোঁজ ২

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পিংনা ইউনিয়নে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভোলা শেক নিহত এবং ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় আরও ২জন নারী পুরুষ নিখোঁজ রয়েছেন বলে জানাগেছে। শনিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় পিংনা ইউনিয়নের পশ্চিম নলছন্দা গ্রামের সাবেক ফজলুল মেম্বারএর বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। নিহত ভোলা শেক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের মিতওয়া হারুনর রশিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ৩১শে জানুয়ারী ৬ষ্ঠ ধাপ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার পিংনা পরিষদের নির্বাচন। ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হিসেবে মোরগ প্রতিকের সুজাত আলী ও ফুটবল প্রতিকের নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার সকালে নুরুল ইসলামএর সমর্থকরা সাবেক ইউপি সদস্য ফজলুল হকএর বাড়ীর পাশে প্রচারণা করতে গেলে সুজাত আলী সরুর লোকজন বাঁধা দেয়। পরে ভোটের প্রচার-প্রচারণা ও ভোট চাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম এর সমর্থকরা পশ্চিম বাউল সন্ধ্যা গ্রামের আমির হোসেনএর পুত্র রুবেল (২১)কে তুলে নিয়ে যায় বলে সুজাত আলী সরুর লোকজন অভিযোগ করে।

এ নিয়ে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পশ্চিম নলছন্দা গ্রামের সাবেক ফজলুল মেম্বারএর বাড়ীর পাশে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার সময় ভোলা শেক ঘটনা স্থলেও নিহত এবং উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয় বলে জানাগেছে। গুরুতর আহত আব্দুল হালিম (৫৯), টুটুল (৫০), শুক্কুর (৪৯)সহ কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নেয়। নিহত ভোল শেক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের মিতওয়া হারুনুর রশিদের পুত্র বলে জানাগেছে। তিনি মাথায় প্রতিপক্ষের রামদার কোপে ঘটনাস্থলেই নিহত হন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ভোলা শেখএর লাশ পিংনা ঘাটে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল করিম সুরতহাল করে থানায় নিয়ে যায়।

নিহত ভোলা শেখের (৬০) স্ত্রী লাইলি জানান, আজ সকালে আমরা মহিলারা ভোট চাইতে বের হলে নরসন্ধা গ্রামে সুরুর নির্বাচনী অফিসের পাশে গেলে আমাদের উপর তার সমর্থকেরা হামলা চালিয়ে দা দিয়ে এলোপাথারি কোপ মারে। এতে আমার স্বামী মারা গেলে তাকে নিয়ে আসি। এ ছাড়াও রুবেল (২৬) ও হালিম (৫৫) কে তারা ধরে নিয়ে যায়। এখনো তাদেরকে পাওয়া যায়নি। এ ছাড়া আমার দেবর হাই মেম্বার, শুকুর, টুটুলসহ এগারো জন আহত হয়েছে।

এ ঘটনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং নিখোঁজ রুবেল মিয়া (২১) নামে ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।