• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরিষাবাড়ীতে অভিনব কায়দায় তিতাস গ্যাস চুরি !

জামালপুরের সরিষাবাড়ীতে অভিনব কায়দায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডএর গ্যাস সঞ্চালন পাইপ থেকে চুরির অভিযোগ উঠেছে। ৪ সেপ্টেম্বর গভীর রাতে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা মোড় এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, পৌরসভার মুক্তিযোদ্ধা মোড় এলাকার সরিষাবাড়ী কলেজ রোডে ’স মিলের পাশে রবিবার রাত সাড়ে ১২টায় গ্যাস লাইন মেরামত উপযোগী যন্ত্রাংশ বহনকারী একটি গাড়ী অবস্থান নেয়। তারই পাশে গ্যাস সিলিন্ডার বহনকারী বড় ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে অবস্থান করে। ১০/১২ জনের একটি কারীগরি দল তিতাস গ্যাস লাইনে ত্রুটি মেরামত করার কথা বলে মাটি খুড়তে থাকে। এলাকার নৈশপ্রহরী আঃ রশিদ রাত করে কি কাজ করছেন জানতে চাইলে দলটি জামালপুর তিতাস অফিসে সরকারী চাকুরী করে বলে জানান। দিনে কাজ করলে সাধারণ মানুষের অসুবিধা হবে বলেই তারা রাতে কাজ করছেন।

এরপর রাত সাড়ে ১টা হতে ভোর রাত সাড়ে ৩টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টির মধ্যে তারা কাজ শেষ করে গর্তে মাটির বস্তা এবং সিমেন্টে শ্ল্যাব চাঁপা দিয়ে চলে যায় বলে জানাযায়। অভিনব কায়দায় কম্প্রেসার মেশিনের সাহায্যে বড় লড়িতে ঠাসা সিলিন্ডারে গ্যাস ভরে নির্বিগ্নে চলে যায় বলে এলাকাবাসী ধারনা করছেন। ভোরে এলাকার লোকজন গ্যাস লিকেজের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে অগ্নিনির্বাপক দল সঞ্চালন পাইপের ছিদ্র বন্ধে মাটিচাঁপা দিয়ে চলে যায়। সকালে জামালপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডএর কারিগরী দল গ্যাস সঞ্চালন পাইপের ছিদ্র সনাক্তের কাজ শুরু করেছে বলে জানাগেছে।

স্থানীয় নৈশ প্রহরী আঃ রশিদ জানান, রাত সাড়ে ১২টা/১টার দিকে দুইটি কলেজ রোড়ে অবস্থান নেয়। একটি ভেকু গাড়ীর মত। অপরটি বড় লড়ি। ১০/১২ জন লোক গ্যাসের সরকারী লোক বলে পরিচয় দেন। রাত সাড়ে ৩টার দিকে তারা গাড়ি নিয়ে চলে যায়।

জামালপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডএর ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার দূর্জয় জানান, আমরা সঞ্চালন পাইপের ছিদ্র খুজছি। মাটি খুড়ে ইন্টারনেট ক্যাবল বসাতে গেলে হয়ত পাইপ ড্যামেজ হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে সকালে বিকট শব্দে গ্যাস বের হওয়ার বিষয়ে তিনি কোন কথা বলেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।