• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সরকারি অফিসের এসি ২৪ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ

সরকারি অফিসের এসি ২৪ ডিগ্রির নিচে না নামানো পরামর্শ দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আর গ্রীষ্মকালে স্যুট পরে অফিস না করে সরকারি কর্মকর্তারা যেন শুধু আনুষ্ঠানিক সভায় স্যুট পরিধান করেন এ ব্যাপারেও কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এসব কথা বলেন। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা দেওয়া আছে।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় যোগ দেন।

জানা গেছে, আগামী ডিসেম্বর মাসেই উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালু হবে। একনেক সভায় এই তথ্য জানান প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে। ইতিমধ্যে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে।

এ বিষয়ে শামসুল আলম বলেন, প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা-আগারগাঁও অংশের কাজ শেষ হবে।

এদিকে মেট্রোরেল প্রকল্পে সাড়ে ১১ হাজার কোটি টাকার বাড়তি খরচ যোগ করে প্রকল্প সংশোধন করা হয়েছে। একনেক সভায় সংশোধিত প্রকল্পটি পাস হয়েছে। তাতে প্রকল্পের খরচ দাঁড়াল ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মূলত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ৬ কিলোমিটার বাড়তি অংশ নির্মাণ, প্রতিটি স্টেশনে ওঠানামার জন্য নতুন জমি অধিগ্রহণসহ বিভিন্ন নতুন অনুষঙ্গ যুক্ত হওয়ায় এ খরচ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।