• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সমুদ্রে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ২১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ২২ জেলের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। বাকী ১ জনকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান,বিএন।

তিনি জানান গত ১৮ অক্টোবর সোমবার ‘এফ বি আশরাফুল ইসলাম সাদ’ ভোলার মনপুরা থেকে ২২ জন জেলেনিয়ে সমুদ্রে গমন করে এবং বুধবার (৫ অক্টোবর) ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের কুতুবদিয়া অঞ্চল হয়ে ভাসতে ভাসতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার অদুরে আসে। ফিশিং ট্রলারটি সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবের কবলে পড়ে এবং উত্তাল সমুদ্র ও বৈরী আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।

এসময় মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ভেগা ষ্টেন্ডান্ট’ বিদেশি জাহাজের নাবিক তাৎক্ষণিক বিষয়টি দেখে সমুদ্রে ভাসমান ২২ জন জেলের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করে। পরে ওই জাহাজ থেকে মোংলা বন্দরের হারবার বিভাগে যোগাযোগ করে ২১ জন জেলেকে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষের কাছে। কোস্টগার্ড পশ্চিম জোন বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ২১ জেলেকে ২৫ অক্টোবর দুপুরে মোংলায় নিয়ে আসে। প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিঁখোজ আরো এক জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সার্চ এন্ড রেসকিউ অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।