• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সংস্কৃতিখাতে নূন্যতম ১ ভাগ বরাদ্দের দাবিতে শেরপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

সংস্কৃতিকে জাতির মনন বিকাশের সোপান বিবেচনা করে জাতীয় বাজেটের কমপক্ষে ১ ভাগ সংস্কৃতিখাতে বরাদ্দ রাখা ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সংস্কৃতিকর্মী সাবিহা জামান শাপলা, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, সহ-সভাপতি এসএম আবু হান্নান, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রভাষক মলয় চাকী, সাধারণ সম্পাদক দীপক দাম, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, জেলা নৃত্যশিল্পী সংস্থার সভাপতি কমল কান্তি পাল, ঝংকার সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল কাদের, রূপান্তর শিল্পীগোষ্ঠীর সভাপতি রাজু, নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ দাস মিলন, সুরের ভূবনের পরিচালক ইউসুফ আলী রবিন প্রমুখ।

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৮ দফা দাবি পাঠ করেন ও সমাবেশ পরিচালনা করেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধুমাত্র সংস্কৃতিকর্মীদের অগ্রণী ভূমিকায় রাষ্ট্রভাষা বাংলা হিসেবে আমরা পাই এবং সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীসহ সারাদেশের দেশপ্রেমী শিল্পীদের উৎসাহপূর্ণ কার্যক্রমরে মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাগণ উদ্বধ হয়ে ঝাপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। তাই সংস্কৃতিকর্মীদের দুদর্শা হতে মুক্তি এবং সারাদেশে সংস্কৃতিকে এগিয়ে নিতে পর্যাপ্ত প্রশিক্ষণসহ শিল্পীদের উপযুক্ত সম্মানী প্রদান করতে জাতীয় বাজেটে নূন্যতম ১% বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন, পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, উস্তাদ উদয় শংকর সাহা, মুক্তি শংকর সাহা, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রদীপ সাহা কার্তিক, তৃষ্ণা শিল্পীগোষ্ঠীর সভাপতি মজিবুর রহমান, সাংস্কৃতিকর্মী শুভংকর সাহা, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, সাধারণ সম্পাদক দিপ্ত মোদক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।