• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ী কলেজ : শ্রেষ্ঠ অধ্যক্ষ সরোয়ার জাহান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ। শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছরোয়ার জাহান।

গত সোমবার সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার মধ্যে শতাধিক ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অবস্থান নির্বাচিত করা হয়েছে।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ী কলেজ হিসেবে পরপর ৪বার শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে। শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট হাই স্কুল শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে গাড়ডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসা, শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) হিসেবে ৫ম বারের মত নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার প্রধান মোঃ ইদ্রিস আলী, প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ রোভার এবং বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট হাই স্কুলের মোঃ জিয়াউল হক।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) সরকারী বঙ্গবন্ধু কলেজের মুহাম্মদ আশরাফ হোসেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) বনগ্রাম মানিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসাইন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) গারডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার শিক্ষক মোখলেছুর রহমান।

এ ছাড়াও শ্রেষ্ঠ বিএনসিসি এবং রোভার গ্রুপ হিসেবে সরিষাবাড়ী কলেজ দল শীর্ষে অবস্থান করছে। শ্রেষ্ঠ বিএনসিসি সরিষাবাড়ী কলেজের সাইম সরকার, শ্রেষ্ঠ রোভার হিসেবে সরিষাবাড়ী কলেজের ইউনুস আলী, শ্রেষ্ঠ নৃত্য (উচ্চাঙ্গ) এবং লোক নৃত্য হিসেবে সরিষাবাড়ী কলেজের আঃ রহমান নির্বাচিত হয়েছেন। আঃ রহমান ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।