• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যারা শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরী এলাকায় ১৮ জুন রোববার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ১২৭ বোতল আমদানি নিষিদ্ধ McDowll’s No-1 বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারিদ্বয় হলো- ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬) ও একই গ্রামের মো. লাল মিয়ার ছেলে আঃ কাশেম ওরফে কাশেম মিয়া (২৪)।

এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যারা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরী গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. সাইদুল ইসলাম ও আঃ কাশেম ওরফে কাশেম মিয়াকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১২৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক কারবারিদ্বয়কে শ্রীবরদী থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।