• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীর নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি সর্বস্তরের জনসাধারণের কল্যাণে কাজ করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যানদের আহবান জানিয়ে বলেন, আপনারা একটি অংশের ভোটে নির্বাচিত হলেও এখন ইউনিয়নের সকল জনগণেরই চেয়ারম্যান। তাই কারও প্রতি কোন বৈষম্য না রেখে উন্নয়ন কাজ করবেন। তবেই আপনার ইউনিয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠবে।

শপথ গ্রহণকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা পারভীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা প্রশাসনের আরডিসি রুয়েল সাংমা, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহসহ নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন শ্রীবরদী সদর ইউপিতে মো. ফরিদুজ্জামান, কাকিলাকুড়া ইউপিতে মো. হামিদউল্লাহ, গোশাইপুর ইউপিতে শাহজামাল ইসলাম আশিক, সিঙ্গাবরুনা ইউপিতে মো. ফখরুজ্জামান কালু, তাতিহাটি ইউপিতে এ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, ভেলুয়া ইউপিতে মো. আব্দুল করিম, গড়জরিপা ইউপিতে মো. আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপিতে মো. ফিরোজ খান নুন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে গত বছরের ২৬ ডিসেম্বর শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাণীশিমুল ইউপিতে বিজয়ী চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের সরকারি গেজেট প্রকাশিত না হওয়ায় ৮ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।