• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীর কর্ণজোড়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন যুবলীগ নেতা হাবিব

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণজোড়া দাখিল মাদরাসার সদ্য ঘোষিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিঙ্গাবরনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহব্বায়ক ও সীমান্ত জনপদের যুব সমাজের অহংকার শিক্ষানুরাগী মো হাবিবুর রহমান হাবিব। তিনি দ্বিতীয়বারের মতো একটানা সভাপতি নির্বাচিত হলেন।

৫ ই জুন রবিবার মাদ্রাসা কার্যালয়ে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হাবিব কে সভাপতি নির্বাচিত করাহয়। কর্ণজোড়া দাখিল মাদরাসার সুপার মো মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো রুহুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য মো সুমন মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হিটলার মেম্বার, নৌকা প্রেমী ও মুক্তিযোদ্ধার সন্তান মো আজির মিয়া,, সাবেক যুবলীগ নেতা মুক্তার উজ্জামান মুক্তার, শ্রমিক লীগের নেতা রিয়াজুল ইসলাম লালু, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, কৃষক লীগের নেতা লিটন সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, অভিভাবক, স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো সুমন মিয়া বলেন, সীমান্ত জনপদের ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা হাবিব কাজ করে আসছেন। তার পিতা অত্র মাদ্রাসার গড়ে তোলার লক্ষ্যে জমি দান করে গিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় হাবিব নিজেও বিগত কিছু দিন আগে নিজের জমি মাদ্রাসার নামে লিখে দিয়েছেন নিঃস্বার্থভাবে।

ইতিমধ্যেই অএ ইউনিয়নের শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সময়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

অপরদিকে হাবিব কর্ণজোড়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো জাকির হোসেন এমপি, শেরপুর জেলা পরিষদের প্রশাসক মো হুমায়ুন কবির রোমান, শেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন ছানো, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খুরশেদআলম ইয়াকুব , রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের ছাত্র লীগ সমর্থিত সাবেক ভিপি শিল্পপতি আবু দায়েন মীর, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের , সহ সভাপতি সালাউদ্দিন সালেম, শেরপুর জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার,, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি মো লিয়াকত হোসেন লিটন, সাধারণ সম্পাদক রোপন, সিঙ্গাবরনা ইউপি চেয়ারম্যান মো ফখরুজ্জামান কালু, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সোহাগ, শ্রীবরদী উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।