• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে ৩ শতাধিক শিক্ষার্থীকে বীরত্বগাথা শোনালের বীরমুক্তিযোদ্ধাগণ

শেরপুরের শ্রীবরদীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসা হলরুমে বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের যুদ্ধকালীন গল্প শোনান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রকল্প পরিচালক উপ-সচিব ড. মো. নুরুল আমিন।

এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নজরুল ইসলাম, সায়েদ আলী। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল আহসান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। এসময় জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।