• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী ১১ বছর পর গ্রেপ্তার

শেরপুরে স্ত্রী হত্যা মামলায় আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী ফুরকান আলী (৩৫) কে ১১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আসামীর অবস্থা নিশ্চিত করে রবিবার রাত ০১:৩০ ঘটিকায় র‍্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানার নান্দিনা এলাকায় আত্মীয় বাড়ী থেকে তাকে আটক করে। ফুরকান আলী শ্রীবরদী থানার কেল্লাকান্দি গ্রামের মোঃ ময়দান আলীর ছেলে।

মামলা সূত্রে র‌্যাব জানিয়েছে, ফুরকান আলীর সাথে শ্রীবরদী থানার গেরামারা গ্রামের জব্বার আলীর মেয়ে ভিকটিম জহুরা বেগমের ৬ বছর আগে বিয়ে হয়। ফোরকান ইতিমধ্যেই জুয়ায় আসক্ত হয়ে যৌতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা দিতে না পারায় ফুরকান ২-৭-২০১১ তারিখ রাতে ভিকটিমকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

ভিকটিমের ভাই ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে তার বাবা-মা সহ বাড়ির লোকজনকে নিয়ে বোনের বাড়িতে আসেন। ভিকটিমের গলা ও স্তন সহ শরীরের বিভিন্ন অঙ্গে জখমের চিহ্ন দেখে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, তারা মধ্যরাতে ভিকটিমের চিৎকার শুনেছেন। পরে তারা ভোরবেলা আসামীর ঘরে ভিকটিমের ঝুলন্ত লাশ দেখতে পান।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ফজলুল হক শ্রীবরদী থানা হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। হত্যাকাণ্ডের পর হতেই আসামি ফোরকান আলী আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১০ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে কখনও অটোচালক, শ্রমিক, দিনমজুর, বাসের হেলপার পেশায় পরিচয়ে পালিয়ে চলছিল। পরবর্তীতে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু শেরপুর গত ১০-৫-২০২২ ইং ফোরকান আলীকে মৃত্যুদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।