• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে সবুজ আন্দোলনের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা, গাছের চারা রোপন ও বিতরণ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
‘ খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন, এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন, শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ০৫ জুন রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে সবুজ আন্দোলন, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ রুবেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

সবুজ আন্দোলনের দপ্তর সম্পাদক সাজিত হাসান শান্ত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সবুজ আন্দোলন শ্রীবরদী শাখার সম্পাদক, আবুল কালাম আজাদ, সহ সভাপতি আব্দুল বারী, সবুজ আন্দোলনের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এজেড রুমান, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে গাছের চারা রোপণ করে চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

পরে সবুজ আন্দোলনের শ্রীবরদী শাখার নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর, থানা কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।