• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদীতে শেখবর হত্যা মামলার চার আসামীর রিমান্ড মঞ্জুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার চাঞ্চল্য কর শেখবর হত্যা মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান রাজা সহ চারজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৮ মার্চ সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ওই আদেশ দেন। মো. মিজানুর রহমান রাজা ও মো. জজ মিয়াকে দুই দিন করে পুলিশ রিমান্ড ও মোছা. পারুল বেগম ও মোছা. আছেনা বেগমকে দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম হালুয়াহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখবর হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শেখবর হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
ওই ঘটনায় হালুয়াহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজ (৩০) ও একই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সরাফত আলী (৭০) গুরুত্বর আহত হয়।

এ ঘটনায় নিহত শেখবরের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মিজানুর রহমান রাজা, মোঃ জজ মিয়া, মোছাঃ পারুল বেগম, মোছাঃ আছেনা বেগম, মোঃ জাকির হোসেন জিকু ও মোঃ সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। ওই হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ওই চারজনকে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস রিমান্ড মঞ্জুরের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ শেখবর হত্যা মামলাটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতি মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত অনেকেই গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।